মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ১৫তম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চার দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় তিনটি হাউসের ১শ জন ক্যাডেট দুটি ভাগে অংশ নিয়ে মোট ২৯ টি ইভেন্টে প্রতিযোগীতা করে। খেলা শেষে সন্মিলিতভাবে রাজিয়া হাউস চ্যাম্পিয়ন এবং সিতারা হাউস রানার্স আপ হয়।
বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ক্রীড়া মাঠে চার দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন ঢাকা সেনানিবাসের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম। এসময় কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, অধ্যাপক সাবেরা আখতার, এ্যাডজুটেন্ট মেজর লুৎফুন নাহার মাসুমা, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন রুমানা ইসলাম ও সহকারী অধ্যপক নূরল ইসলাম আকন্দ সহ কলেজের শিক্ষকগন উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪২