আন্তর্জাতিক ডেস্ক : বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের কঠোর সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন প্রথমে ইসরাইলের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে সরকার গঠনের জন্য অভিনন্দন জানান। খবর জেরুজালেম পোস্টের।
ইউক্রেনকে বুধবার যুক্তরাষ্ট্র পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রীকে ফোন করে এ ব্যাপারে তার প্রতিক্রিয়া জানান পুতিন।
রুশ প্রেসিডেন্ট বলেন, আমি যখন আলাপ-আলোচনার মাধ্যমে দ্রুত ইউক্রেন সমস্যার সমাধানের প্রস্তাব দিয়েছি, তখন এ যুদ্ধকে দীর্ঘয়িত করতে যুক্তরাষ্ট্র আরও সমরাস্ত্র দিয়ে ইউক্রেনকে উসকে দিচ্ছে। আদতে ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে যুক্তরাষ্ট্র, কিয়েভে ছায়া যুদ্ধ চালাচ্ছে ওয়াশিংটন।পরে ইরান ইস্যুতে পুতিনের সঙ্গে কথা বলেন নেতানিয়াহু।
কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪২