স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। জিতেছেন গোল্ডেন গ্লাভস। তাকে কিনতে আগ্রহী ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। সংবাদ মাধ্যম ফুটবল ইনসাইন এমনটাই দাবি করেছে। তাদের মতে, ম্যান ইউ কোচের প্রথম পছন্দ মার্টিনেজ। আগামী মৌসুমে তাকে দলে চান তিনি।
ম্যানইউ-এর গোলরক্ষক হিসেবে আছেন স্পেনের ডেভিড ডি গিয়া। তার সঙ্গে আগামী মৌসুমে চুক্তি শেষ রেড ডেভিলসদের। টেন হাগ তার চুক্তি বাড়াতে আগ্রহী নন। ওই জায়গায় ডাচ কোচ চান এমিকে। তবে তাকে পাওয়া সহজ হবে না। অ্যাস্টন ভিলার সঙ্গে আলবিসেলেস্তে গোলরক্ষকের চুক্তি ২০২৭ পর্যন্ত। তাকে ওল্ড ট্রাফোর্ডে পেতে তাই মোটা অঙ্কের অর্থ নিয়ে মাঠে নামতে হবে রেড ডেভিলসদের।
কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৮