ডেস্ক নিউজ : শিল্প-কারখানা ও বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ঠিক রাখতে পণ্যের আমদানি ঋণপত্র খোলায় ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এলসির নগদ মার্জিন সংরক্ষণের হার নির্ধারণ করা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল বাংলাদেশ ব্যাংক এসংক্রান্ত একটি সার্কুলার জারি করে। বলা হয়, শিল্প-কারখানা ও বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সচল রাখতে বাজারে ইঞ্জিন ওয়েল বা লুব্রিক্যান্টের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে লুব্রিক্যান্টস ও উৎপাদন সংশ্লিষ্ট পণ্যের এলসি খোলার ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিন সংরক্ষণের হার নির্ধারণ করা যাবে।
কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:০৩