খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : নড়িয়া উপজেলার ঘড়িষার ১০২ নং সিংহলমুড়ি খঞ্জন আলী সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও বেস্টনি ঘিরে ফুলের বাগান করা হয়েছে। এতেবিদ্যালয়ের যেমন শ্রীবর্ধণ হয়েছে তেমনি বিদ্যালয়টি একটি দর্শণীয়স্থানে পরিনত হয়েছে।জানাগেছে, ১৯৯১ সনে স্থানীয় খঞ্জন আলী নামে এক ব্যক্তি বিদ্যালয়টিপ্রতিষ্ঠিত করেন। সেই থেকে শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে সিংহলমুড়িগ্রাম। সমাজ সেবক ও শিক্ষাণুরাগী নাহিদ বেপারী নামে এক ব্যক্তি সৌন্দর্য বৃদ্ধির জন্য বিদ্যালয়ের চারদিকে বাহারী ফুলের চারা রোপন করেছেন।
এখন অনেক গাছে ফুল ফুটতে শুরু করায় বিদ্যালয়টি এখন ফুলের বাগানে পরিনত হয়েছে। আজ বিদ্যালয় ঘিরে ফুলের বাগান পরিদর্শণ করেছেন নড়িয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী সানোয়ার হোসেন। এই সময় এসএমসির সভাপতি মাষ্টার মশিউল আলম শামীম, সাংবাদিক বোরহান উদ্দিন রব্বানী, প্রধান শিক্ষক মাসুম সরদার, ইউপি সদস্য ইসমোতারা বেগম, স্থানীয় নাহিদ বেপারী, রাসেল তালুকদার, আপেল মাহামুদ, ফারুক ঢালী, আলম সরদার, রাজিব বেপারী, রহিম ছৈয়াল, ইদ্রিস মাস্টার প্রমূখ উপস্থিত
ছিলেন। বাগানের প্রতিষ্ঠাতা নাহিদ বেপারী জানায়, বিদ্যালয়ের প্রতিটি কোমলমতি শিক্ষার্থীদের একটি ফুলের ন্যায় দেখি। ফুল বাগানেই ফুল শোভা পায়। শিক্ষার্থীরা যেন ফুল বাগানের পরিবেশে বেড়ে উঠতে পারে তাই বিদ্যালয়কে ঘিরে ফুলের বাগান করেছি। শিক্ষার্থীদের জীবন যেন ফুলের মতো নিস্পাপ হয়। কোন অশুভ শক্তি বা দুর্নীতি তাদের স্পর্শ করতে না পারে। সহকারী শিক্ষা কর্মকর্তা কাজী সানোয়ার হোসেন বলেন, পাঠ দানের জন্য এমন পরিবেশ খুবই উযোগী। প্রতিটি বিদ্যালয়ে এমন একজন শিক্ষাণুরাগী ও সমাজ সেবক দরকার। আমি শিক্ষাণুরাগী নাহিদ বেপারীর দীর্ঘায়ু কামনা করছি।
কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৩