ডেস্ক নিউজ : পার্লামেন্ট থেকে আগামীকাল পদত্যাগ করবেন বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদ। বৃহস্পতিবার বেলা ১১ টা জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে গিয়ে তিনি পদত্যাগপত্র দেবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্পিকারের কাছে পদত্যাগ করে বেলা ১১ টা ৩০ টায় তিনি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা গেইট সংলগ্ন স্থানে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
প্রসঙ্গত, বিএনপির সাত সংসদ সদস্য এর আগে সংসদ থেকে পদত্যাগ করেন। হারুন বিদেশ থাকায় স্বশরীরে স্পিকারের কাছে পদত্যাগপত্র দিতে পারেননি। আগামীকাল তিনি পদত্যাগপত্র নিয়ে স্পিকারের কাছে যাবেন।
কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০২