আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার অন্যতম মিত্র বেলারুশে সফর গেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের দাবি, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে জরুরি বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনার জন্য সফরে গেছেন তিনি। তার এ সফর নিয়ে মুখ খুললেন জেলেনস্কি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার পর পুতিনকে সমর্থন দিয়ে যাচ্ছে বেলারুশ। ইউক্রেনের মোকাবিলায় বেলারুশের ভূখণ্ড ব্যবহার করারও অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। তবে ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামেনি দেশটি। সেই সঙ্গে নিজ দেশের সেনাবাহিনীকেও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ না নামানোর কথা জানান তিনি।
রাশিয়ার গণমাধ্যমে ইন্টারফ্যাক্স জানিয়েছে, কৌশলগত মহড়া চালানোর জন্য গত অক্টোবরে বেলারুশে পৌঁছায় রাশিয়ার সেনা দল। তবে কোথায় এবং কখন এ মহড়া চালানো হবে এখনো কিছু জানা যায়নি।
কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩