আন্তর্জাতিক ডেস্ক : কানাডার টরন্টো শহরে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত ও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া এ সময় কথিত বন্দুকধারীও নিহত হয়েছেন।
ইয়র্ক আঞ্চলিক পুলিশপ্রধান জেমস ম্যাকসুইন বলেন, অন্টারিওর ভনে একটি আবাসিক ভবনে তার এক কর্মকর্তা সন্দেহভাজনকেও গুলি করে হত্যা করেছেন। এ ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বাকি পাঁচজন সাধারণ মানুষ।
তিনি আরও বলেন, সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে আহত সপ্তম ব্যক্তি এখন হাসপাতালে আছেন এবং তিনি বেঁচে থাকার আশা করছেন। পুলিশ সন্দেহভাজন ব্যক্তি বা নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি।
কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪