আন্তর্জাতিক ডেস্ক : ওই বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, নতুন সহায়তা প্যাকেজটিতে ‘হাজার হাজার রাউন্ড আর্টিলারি’ অন্তর্ভুক্ত রয়েছে এবং এর লক্ষ্য ‘২০২৩ সাল জুড়ে ইউক্রেনে ক্রিটিক্যাল আর্টিলারি গোলাবারুদের একটি অবিচ্ছিন্ন প্রবাহ’ নিশ্চিত করা। বিট্রিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সোমবার লাটভিয়ায় ‘জয়েন্ট এক্সপিডিশনারি ফোর্সের (জেইএফ)’ শীর্ষ সম্মেলনে সুনাক ইউক্রেনকে এই নতুন সামরিক সহায়তার ঘোষণা দেবেন।
বিবৃতিতে বলা হয়, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং যুক্তরাজ্যের নেতারা জেইএফ সম্মেলনে যোগ দিয়ে নর্ডিক ও বাল্টিক অঞ্চলে ‘রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে চলমান প্রচেষ্টা’ নিয়ে আলোচনা করবেন। বৈঠকে, নর্ডিক, বাল্টিক এবং ডাচ মিত্রদের ২০২৩ সালেও ইউক্রেনের প্রতি সমর্থন বজায় রাখার আহ্বান জানাবেন ঋষি সুনাক।
বিবৃতিতে আরও বলা হয়, একাধিক রকেট লঞ্চার ও সম্প্রতি ১২৫টি এন্টি এয়ারক্রাফ্ট গানসহ যুক্তরাজ্য ইতোমধ্যে ইউক্রেনকে প্রতিরক্ষামূলক সহায়তা দেয়ার ক্ষেত্রে ইউরোপের শীর্ষস্থানীয় দেশ।
কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৩