স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্ব তাকে নিয়ে জয়জয়কার করছে। টিভির পর্দায় তার পারফরম্যান্স নিয়ে তর্কে জড়াচ্ছেন বিশ্লেষকরা। তার পোস্টার হাতে ঢাক-ঢোল পিটিয়ে মিছিলে শামিল অনুরাগীরা। মেসি, রোনাল্ডো, নেইমারদের নিয়ে এমন পাগলামি লক্ষ্য করা গেলেও এসব দৃশ্য দেখতে অভ্যস্ত নন লুকা মদরিচ। মজার বিষয় হলো, তিনি এসব নিয়ে বিশেষ মাথাও ঘামান না। শিরোনামে থাকার লোভ কখনো তাড়া করেনি তাকে। দলকে জিতিয়ে সব কৃতিত্ব নিজে নেওয়ার চেষ্টা করেননি। বিতর্কে জড়িয়ে রাতের ঘুমও নষ্ট করেননি। তাই হয়তো তাকে নিয়ে আলোচনার জন্য বিশেষ সময় নষ্ট করা হয় না।
মাঠে তিনি টিম ম্যান। আর মাঠের বাইরে ‘ফ্যামিলি ম্যান’। জন্মের পরই যুদ্ধবিধ্বস্ত ক্রোয়েশিয়ার করুণ চেহারাটা খুব কাছ থেকে দেখেছিলেন। সে জন্যই হয়তো মায়াবি জুতোয় পা গলিয়ে চলতে ভালোবাসেন না। শিশিরে পা ভিজিয়েই তার স্বস্তি। তাই তো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে হারানোর পরও উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা যায়নি তাকে। বরং দৌড়ে চলে গিয়েছেন সাইডলাইনে দাঁড়িয়ে থাকা সন্তানদের কাছে। তারাই তো সব। নাম-যশ-খ্যাতি তো নেহাতই আপেক্ষিক। এই থাকে, এই উড়ে যায় কর্পূরের মতো। তাই ওসবের পরোয়া না করে তিনি দলের তরুণদের মতোই মন দিয়ে নিজের কাজটুকুই করেন। ড্রিবল করেন, কখনো ডিফেন্সিভ মিডফিল্ডার তো কখনো অ্যাটাকিং মিডিওর ভূমিকায় অবতীর্ণ হন। কিন্তু তার মরিয়া প্রয়াসেও ৪০ লাখ মানুষের দেশ ক্রোয়েশিয়ায় ফুল ফুটল না। মেসির আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরে সেমিফাইনালে শেষ গতবারের রানার্সআপদের সফর।
রাশিয়া মনে রেখেছিল মদরিচের চোখের জলে ভেজা বিরহের ইতিহাস। চূড়ান্ত লড়াইয়ে তাদের মুখের সামনে থেকে ছোঁ মেরে ট্রফি নিয়ে গিয়েছিল ফ্রান্স। কাতারেও ভাগ্যের চাকা ঘুরল না। সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটল। বিরহের রাতে আরও একবার ট্র্যাজিক নায়ক হয়েই রয়ে গেলেন মদরিচ। এবার মেসি-ম্যাজিকে চাপা পড়ল তার দাঁতে দাঁত চাপা লড়াই। অথচ এক সময় বার্সেলোনায় খেলা এই মেসির বিপক্ষেই কত না জয়ের কাহিনি রচনা করেছিলেন তিনি। ১০ বছর ধরে বিয়াল মাদ্রিদের বিশ্বস্ত সৈনিক হিসাবে কত না ট্রফি এনে দিয়েছেন। মাঝমাঠের স্তম্ভ হয়ে জিতেছেন ব্যালন ডি’অরও। তবে নিজের শেষ বিশ্বকাপ থেকেও খালি হাতেই ফিরতে হচ্ছে তাকে।
মেসিকে নিয়ে মেতে ওঠার রাতে আরও একবার আড়ালে রয়ে গেল তার কৃতিত্ব। মদরিচ হয়তো তথাকথিত হিরো নন, কিন্তু তার মধ্যে রয়েছে নিষ্ঠাবান অন্তরালের নায়ক সত্তা। তাই ভবিষ্যৎ ফুটবল বিশ্ব তাকে কুর্নিশ জানাবে।
কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৪