স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের কাছে হার দিয়ে কাতার বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। তখন গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার সম্ভাবনাও দেখেছিলেন অনেকে। তবে সবাইকে অবাক করে দিয়ে পরের পাঁচ ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলে বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা।
মঙ্গলবার রাতে লুসাইল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির দল। ৩-০ গোলে এই জয়ে ম্যাচসেরা হয়েছেন মেসি। ম্যাচ জেতানো পারফরম্যান্স কাতার বিশ্বকাপে মেসির জন্য নতুন কিছু নয়। নকআউট রাউন্ডে খেলা তিন ম্যাচেই ম্যাচসেরা হয়েছেন মেসি। সব মিলিয়ে ম্যাচসেরা হয়েছেন চার ম্যাচে।
এই ম্যাচে পার্থক্য তৈরি করে দিয়েছেন মেসি। এমনটাই বলছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। ম্যাচ শেষে দালিচ বলেন, ‘মেসি বিশ্বের সেরা ফুটবলার, সে খুবই বিপজ্জনক ও তাঁর সামর্থ্যও রয়েছে। সব কৌশল তাঁর জানা এবং এমন শীর্ষ পর্যায়ের ম্যাচে নিজেকে মেলে ধরার সামর্থ্যও তাঁর আছে। এটাই সত্যিকারের মেসি, যাঁকে দেখার প্রত্যাশা থাকে সবার।
তিনি বলেন, ‘আজকে তাঁরা চারজন মিডফিল্ডার নিয়ে মাঝমাঠ সাজিয়েছিল এবং আমরা চেষ্টা করেছি আক্রমণাত্মক ফুটবল খেলতে। তবে মেসি একটা মুভেই পার্থক্য গড়ে দিতে পারে, তৃতীয় গোলটিতে যেমন করেছে। ’
পেনাল্টি নিয়ে কিছুটা বিতর্ক থেকেই যায়। দালিচের মনে রয়েছে কিছুটা সংশয়। কিন্তু এ নিয়ে অভিযোগ নেই তার। আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে দালিচ বলেন, ‘ফাইনালে ওঠার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন। মাঝেমধ্যে ভাগ্য আপনার সঙ্গে থাকে, মাঝেমধ্যে থাকে না। ফুটবল এমনই। আমাদের কোনো অভিযোগ নেই। ’
কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩