প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএসপি, এনডিসি, পিএসসি।এই টুর্নামেন্টে খাগড়াছড়ি, মহালছড়ি, পানছড়ি লোগাং, দীঘিনালা, রাঙ্গামাটি জেলার বাঘাইহাট, লংগদু এবং মারিশ্যা সেনা ও বিজিবি জোনের তত্ত্বাবধানে ৭টি দল অংশগ্রহণ করে।ফাইনাল খেলায় মহালছড়ি জোনকে ১গোলে পরাজিত করে শিরোপা অর্জন করেন মারিশ্যা জোন। খেলা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে চ্যাম্পিয়ন মারিশ্যা জোনকে ট্রফি ও ১ লাখ টাকা এবং রানার্স আপ মহালছড়ি জোনকে ট্রফি ও ৫০ হাজার টাকা পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়। এছাড়া সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে মেডেল এবং ১০ হাজার টাকা করে দেয়া হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন অংসা মারমা, সহকারি রেফারিতে জাহিদ হাসান ও সাচিনু মার্মা এবং নিখিল দে।মারিশ্যা জোন এবং মহালছড়ি জোনের খেলোয়াড়রা উপহারসামগ্রী পেয়ে অত্যন্ত আনন্দিত এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম,বিএসপি, এনডিসি, পিএসসি।খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া ও শুভমঙ্গল চাকমা, মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার সাফকাত ভূঁইয়া, মারিশ্যা জোনের ২৭বিজিপি অধিনায়ক লে. কর্নেল মোঃ শরীফুল্লাহ আবেদ,রিজিয়নের স্টাফ অফিসার মেজর মোঃ জাহিদ হাসান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। তাই বিভেদ নয়, পরস্পর পরস্পরের প্রতি বিশ্বাস ও আস্থা স্থাপন করে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সবাইকে এগিয়ে যেতে হবে।
কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৪