খাগড়াছড়িতে বড় ভাইকে হত্যার দায় স্বীকার করেছে ছোট ভাই মোস্তাফিজুর।
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
২৩৮
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারনে ক্ষোভ ও প্রতিহিংসা থেকেই কাতার প্রবাসী বড় ভাই মো. সাজ্জাদ হোসেনকে হত্যা করেছে ছোট ভাই মো. মোস্তাফিজুর রহমান (১৯)। চাঞ্চল্যকর এক হত্যাকান্ডের তথ্য উদঘাটন শেষে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এই হত্যাকান্ডে রহস্য উদঘাটন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাগড়াছড়ির পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম।
সাংবাদিক সম্মেলনের পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম জানান, দীর্ঘ ৬ বছর কাতার থেকে দেশে ফিরেন বড় ভাই মো. সাজ্জাদ হোসেন। ঘটনার দিন তিনি নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। তাকে হত্যার পর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে একটি কমিটি গঠন করে। ঘটনার পর তথ্য প্রযুক্তির ব্যবহার করে ঘটনার সাথে জড়িত আছে মর্মে প্রতীয়মান হওয়ায় পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ছোট ভাই মো. মোস্তাফিজুর রহমান।
এসময় তার দেয়া তথ্যমতে হত্যাকান্ডে ব্যভহৃত ধারালো দা, হাতুরী এবং রক্তমাখা কাপড় উদদ্ধার করে পুলিশ। বড় ভাই মো. সাজ্জাদ হোসেন বিদেশ থেকে আসার পর ছোট ভাই মো. মোস্তাফিজুর রহমান চট্টগ্রামের বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়। এসময় তা বড় ভাই টাকা দিতে অস্বীকৃতি জানালে কথাকাটাকাটির একপর্যায়ে বড় ভাই ছোট ভাইকে হাতুরী দিয়ে আঘাত করে। এতে বড় ভাইয়ের প্রতি ক্ষোভ ও প্রতিহিংসা থেকেই কাতার প্রবাসী বড় ভাই মো. সাজ্জাদ হোসেনকে হত্যা করেছে ছোট ভাই মো. মোস্তাফিজুর রহমান (১৯)।
প্রসঙ্গত, গেল শনিবার (১০ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে মানিকছড়ির যোগ্যাছোলা ইউনিয়নের সেমুতাং গ্যাসফিল্ড এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মো. সাজ্জাদ হোসেন (২৪) নামের এক প্রবাসী যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে মানিকছড়ি থানা পুলিশ। নিহত মো. সাজ্জাদ হোসেন মানিকছড়ির ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি (সেমুতাং গ্যাসফিল্ড) এলাকার বাসিন্দা মো. মাসুদ রানার ছেলে। ব্রিফিংকালে খাগাড়ছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (ত্রুাইম) কেএইচএম এরশাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মানিকছড়ি সার্কেল) একেএম কামরুজ্জামান,খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ের (ডিআই ওয়ান) ইন্সপেক্টর মো:আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫০