ডেস্ক নিউজ : েবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে ডিভিশন দিতে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দুজনের পক্ষে দুটি রিট করা হয়।
রিট দুটির আবেদনকারী মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম এবং মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। রিটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে ডিভিশন দিতে নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁদের আইনজীবী কায়সার কামাল।
কালের কণ্ঠকে এ আইনজীবী বলেন, মির্জা ফখরুল ও মির্জা আব্বাস দুজনই সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য। এ কারণে জেলকোড অনুসারে তাঁরা কারাগারে ডিভিশন সুবিধা পাওয়ার অধিকারী। তা ছাড়া এই দুজনকে ডিভিশন সুবিধা দিতে আদালতের নির্দেশ থাকলেও কারা কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি। এতে তাদের সাংবিধানিক ও আইনগত অধিকার খর্ব হয়েছে। তাই রিট করে ডিভিশন সুবিধা দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।
বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চে রিট দুটির শুনানি হতে পারে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চের সম্পূরক কার্যতালিকায় বিকেল সাড়ে ৩টায় রিটের শুনানির জন্য রাখা হয়েছে বলে জানিয়েছেন তাদের আইনজীবী কায়সার কামাল। এর আগে গত বৃহস্পতিবার রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলা, উসকানিদাতা, পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে তাদের গ্রেপ্তারের কথা জানায় ডিবি পুলিশ। পল্টন থানার এ মামলায় গ্রেপ্তার দেখানোর পর তাদের আদালতে পাঠানো হয়। সেদিন জামিন চেয়ে আবেদন করেছিলেন তারা। গতকাল সোমবার তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত।
কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৪