স্পোর্টস ডেস্ক : বোলিংয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরার দাবিদার ছিলেন সাকিব আল হাসান। ৫ উইকেট নিতে ১০ ওভারে খরচা করেছেন মাত্র ৩৬ রান। বোলিংয়ে তাকে সঙ্গ দেওয়ায় সেরার অন্য দাবিদার ছিলেন ইবাদত হোসেনও। ৪৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন এই পেসার। সাকিব-ইবাদতের ঘূর্ণিতেই ১৮৬ রানে আটকে যায় ভারত।
সব হিসাব বা দাবিদারদের টপকে ম্যাচসেরা হলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অবিশ্বাস্য বীরত্বে ম্যাচ জিতেয়েছেন ব্যাটার মিরাজ। রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের দেওয়া ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৬ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ। শেষ উইকেটে দরকার ছিল ৫১ রান। উইকেটে ছিলেন মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।
তাদের এই জুটি ৪ ওভার বাকি থাকতেই বাংলাদেশকে জয়ের বন্দরে নোঙর করায়। পরাজয়ের খাদের কিনারা থেকে টেনে তুলে ৩৯ বলে ৩৮ রান করে ম্যাচ শেষ করে ফেরার প্রতিদান মিরাজের এই পুরস্কার। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মুস্তাফিজ। ১১ বলে ১০ রানে ছিলেন মিরাজের সঙ্গে।
রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। দীপক চাহারের করা বাংলাদেশ ইনিংসের প্রথম বলে রোহিত শর্মাকে ক্যাচ দেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। তিনে নামা এনামুল হক বিজয়ও সুবিধা করতে পারেননি। ২৯ বলে ১৪ রান করে ফেরেন তিনি। ২৬ রানে ২ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস ও সাকিব আল হাসান। তৃতীয় উইকেটে ৪৮ রান যোগ করেন দুজন।
এরপর ৬৩ বলে একটি ছক্কা ও তিনটি চারে ৪১ রান করে আউট হন লিটন। ভারপ্রাপ্ত অধিনায়কের বিদায়ের কিছুক্ষণ পর ফিরে যান সাকিবও। ৩৮ বলে ২৯ রান করেন এই অলরাউন্ডার। পঞ্চম উইকেটে মুশফিকুর রহিম ও মাহমুদ উল্লাহ যোগ করেন ৩৩ রান। এরপর মুশফিক-মাহমুদ উল্লাহ দুজনই বিদায় নেন। মুশির ব্যাট থেকে এসেছে ১৮ আর মাহমুদ উল্লাহর অবদান ১৪। সুবিধা করতে পারেননি আফিফ হোসেনও (৬)। ‘ডাক’ মেরেছেন এবাদত হোসেন ও হাসান মাহমুদ। শেষ দিকে মিরাজ ও মুস্তাফিজই জয় এনে দেন বাংলাদেশকে। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:১৪