মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলাম এর জয়পুরহাট থেকে পটুয়াখালী জেলা প্রশাসক হিসাবে বদলি হওয়ায় বিদায় সংবর্ধনা দিয়েছে জয়পুরহাট পৌরসভা। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।
পরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শরিফুল ইসলাম, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ সভাপতি গোলাম হক্কানি, মোমিন আহম্মেদ চৌধুরী, মহসিন আলী ,সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবুসহ প্রমুখ।
বিদায়ী সংবর্ধনায় জেলা প্রশাসক শরিফুল ইসলাম বলেন, জয়পুরহাটে মানুষের মধ্যে একটা অন্যরকম কর্মস্পৃহা ও আত্মিক শক্তি রয়েছে। যার ফলে জয়পুরহাটের মানুষ সবক্ষেত্রে একটু বেশি আন্তরিক। জয়পুরহাটে থাকা অবস্থায় চেষ্টা করেছি মানুষের সঙ্গে আন্তরিকভাবে কাজ করার। তারপরও সব দায়িত্ব পালন করতে পারিনি। সবকিছু মিলিয়ে জয়পুরহাটের গণমাধ্যমকর্মীরা আমাকে সব ধরনের সহযোগিতা করেছেন। যেখানেই যাই না কেন জয়পুরহাটের মাটি ও মানুষের প্রতি আমার আন্তরিকতা থাকবে। অনুষ্ঠান শেষে পৌর মেয়র ও কাউন্সিলরগন জেলা প্রশাসককে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় সংবর্ধনা জানান।
কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২২