মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী সদরের চিনিশপুরের দলীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় নাশকতার অভিযোগে ৩ যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- রায়পুরা থানা যুবদলের আহ্বায়ক নূর আহাম্মেদ চৌধুরী মানিক, সদস্য সচিব হুমায়ুন কবির ও রায়পুরা পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী সামসুজ্জামান।
এ বিষয়ে বিএনপির নরসিংদী জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, পুলিশকে ব্যবহার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নরসিংদী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভয় দেখাতে গায়েবি, মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানি করছে।তিনি বলেন, নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে যেন আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ সফল না হয়।
আজ সন্ধ্যায় আমাদের দলীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় আমার সামনে থেকে ৩ যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। দেশে হীরক রাজার শাসন চলছে যার জন্য এখন গ্রেপ্তার করার জন্য কোন মামলা লাগে না। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া গণমাধ্যমকে বলেন, আটক ৩ জনের বিরুদ্ধে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগ আছে।
কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৫