জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে কেক কাটা, প্রীতিভোজ, বিশেষ মোনাজাত সহ নানা আয়োজনের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা জোন ১৫ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর ২০২২ইং) দুপুরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে মাটিরাঙ্গা ১৫ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মঞ্জুরুল কবির পিএসসি এর হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মঞ্জুরুল কবির পিএসসি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে মাটিরাঙ্গা জোন ১৫ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন বলেন, পার্বত্যাঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, সরকারও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করছে। দেশকে এগিয়ে নিতে সেনাবাহিনীর এ সহযোগিতা অব্যহত থাকবে।
এসময়, ডিজিএফআই খাগড়াছড়ি ডেট কমান্ডার লেঃ কর্নেল মোঃ ওয়াদুদ উল্লাহ চৌধুরী পিএসসি,৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল দেওয়ান মঞ্জুরুল হক, ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মো: জাহাংগীর আলম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো:শামছুল হক,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা,মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো:মোস্তাফিজুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: ডাঃখায়রুল আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী,গুইমারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ, মাটিরাঙ্গা রেঞ্জকর্মকর্তা জিএম আলমগীর হোসেন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম,মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা সহ বিভিন্ন সামরিক, বেসামরিক পদস্থ কর্মকর্তাগন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮