খাগড়াছড়িতে নারী উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট প্রদান।
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
১২৫
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন(এসএমইএফ) আয়োজনে খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমী হল রুমে ৩০জন প্রশিক্ষণার্থী নারী উদ্যোক্তাদের ৫ দিন ব্যাপী নতুন ব্যবসা শুরু বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী ও নারী উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর ২০২২ইং)সন্ধ্যার দিকে খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমী হলে ৫ দিন ব্যাপী নতুন ব্যবসা শুরু বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) সভানেত্রী রেহানা ফেরদৌসী।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি জেলা কমিটি সভাপতি রেখনা খীসা সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা আওয়ামী লীগে সভাপতি সুইচিংথুই মারমা প্রমুখ। এসময় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি জেলা কমিটি সমন্বয় কারী মো. গোলাম মোরশেদ, প্রশিক্ষক ইকবাল মহিউদ্দিন খান, শারমিন আক্তারসহ অনেকে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী রেহানা ফেরদৌসী ৩০জন প্রশিক্ষণার্থী নারী উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন।
কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:০৪