ডেস্ক নিউজ : সাহসিকতা, ঝুঁকিপূর্ণ ও সেবামূলক কাজে অবদান রাখায় ৪৫ জন কর্মকর্তা ও কর্মচারীকে চারটি ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার মিরপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২’ অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।
পদক প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ফায়ার ফাইটাররা মানবিক মহৎ কর্ম ও দূর সময়ের বন্ধু হিসেবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিসে লিঙ্গ বৈষম্যে দূর করার কথা বলেছে। নারী ও তৃতীয় লিঙ্গের মানুষদের ফায়ার সার্ভিসে অংশগ্রহণের নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে মানুষের জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। ’
তিনি আরো বলেন, ‘আমরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ট্রাস্টকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের পরিচালককে সঙ্গে নিয়ে এই ট্রাস্টটিকে উঁচু মানের ট্রাস্টে পরিণত করব। ’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জেনারেল মো. মঈন উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ফায়ার সার্ভিসকে শক্তিশালী ভাবে গড়া হচ্ছে। প্রধানমন্ত্রীর অনুশাসনে আমাদের ফায়ার সার্ভিস কাজ করছে এবং আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছি। ’
তিনি আরো বলেন, ‘যেকোনো দুর্ঘটনা মোকাবেলায় সর্বপ্রথম সচেতনতা প্রয়োজন। সেটা আমরা বারবার সাধারণ মানুষকে বুঝিয়ে আসছি। আমাদের অধিকাংশ ঘটনা জরুরি সার্ভিসে ঘটে থাকে। সেই ক্ষেত্রে আমরা যে কোনো দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ৩০ সেকেন্ডের মধ্যে বের হয়ে দুর্যোগ মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ি। বর্তমানে দেশে ১৪ হাজারের বেশি জনবল নিয়ে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। অগ্নি দুর্ঘটনায় সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। ’
কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৩