ডেসক নিউজ : শনিবার (১২ নভেম্বর) ভোরে শাহজাদপুর পৌরসভার রূপপুর এলাকা থেকে করতোয়া নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মনির রূপপুর পুরানপাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে। তিনি মওলানা সাইফউদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
নিহতের ফুপাতো ভাই ইমরান হোসেন জানান, মনির হোসেন গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে বন্ধুদের সঙ্গে বেড়াতে বের হন। ওইদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকায় করে নদীতে ঘুরে বেড়ান তারা। রাতে বন্ধুদের সবাই বাড়ি ফিরলেও মনির আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে, শনিবার ভোরে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা জানান, মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার সঠিক কারণ জানা যাবে।
কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৩