জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : গত ৩১ অক্টোবর ২০২২ তারিখ মধ্যরাতের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন ছাত্রীর সাথে আইন ও শৃঙ্খলা পরিপন্থী অশোভন আচরণ করায় এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুন্ন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
আজ ৫ নভেম্বর (২০২২) শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বহিষ্কৃত নাজমুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের আবাসিক ছাত্র এবং হল শাখা ছাত্রলীগের সভাপতি মারিয়াম সোহানের অনুসারী।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,”কৃত অপরাধের জন্য কেন তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিস্কার করা হবে না –এই মর্মে ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।