ডেস্ক নিউজ : কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।সোমবার বেলা ১১টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা সদরের পাশে কাঠের পুল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস।
তিনি জানান, উপজেলা সদর থেকে সিএনজিটি মোড় নিয়ে হাইওয়ে সড়কের পাশে যাচ্ছিল। এ সময় চট্টগ্রামমুখি একটি বাস সিএনজিটিকে ধাক্কা দিলে সিএনজির চালকসহ ছয়জন যাত্রী সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে নেওয়ার পর আরও এক যাত্রীর মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।
কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩১