তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর” এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে পালিত হয়েছে শিক্ষক দিবস। বৃহস্পতিবার নানা আয়োজনে এ দিবস পালিত হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, শিক্ষকদের মর্যাদা ও দিবসেরর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, মহিলাডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু তাহের ভূইয়া, প্রভাষক আব্দুর রাশিদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. হাবিবুর
রহমান প্রমূখ।
কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৪