বিনোদন ডেক্স : বলিউড অভিনেতা রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর’ বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। আদিত্য ধর পরিচালিত এ স্পাই-থ্রিলার সিনেমাটি একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে। ভারতের অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বিশ্বব্যাপী আয়ের দৌড়েও সিনেমাটি এখন অনন্য উচ্চতায়। সবশেষ খবর অনুযায়ী, কন্নড় ব্লকবাস্টার ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর বিশ্বব্যাপী আয়ের রেকর্ড টপকে গেছে সিনেমা ‘ধুরন্ধর’।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, বড়দিন ও ইংরেজি নববর্ষের ছুটিতে আয়ের পরিমাণ আরও কয়েক গুণ বাড়বে। সেরা ১০-এর তালিকায় যারা ভারতের শীর্ষ ১০ সর্বোচ্চ উপার্জনকারী সিনেমার তালিকায় বর্তমানে রয়েছে— কেজিএফ চ্যাপ্টার ২, আরআরআর, কল্কি ২৮৯৮ এডি, জওয়ান, কান্তারা চ্যাপ্টার ১, ছাবা, স্ত্রী ২। তবে এবার নতুন সংযোজন ‘ধুরন্ধর’ সিনেমা।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ সিনেমাটি বক্স অফিসে দাপট দেখাচ্ছে। মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও গত সোমবার ১৬ কোটি টাকা আয় করেছে, যার ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে এর মোট আয় এখন ৫৭১ কোটি টাকা। পরিসংখ্যান বলছে, প্রথম সোমবার ছবিটি আয় করেছিল ২৩.৫ কোটি এবং দ্বিতীয় শুক্রবারের আয় ছিল ৩০ কোটি টাকা।
কিউএনবি / মহন / ২৪ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১:৫৯