ক্রীড়া ডেস্ক : ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনালে নাটকীয় ম্যাচে পেনাল্টি শুটআউটে আর্সেনালকে শেষ চারে তুলে ম্যাচের নায়ক স্প্যানিশ গোলকিপার কেপা আরিজাবালাগা। ম্যাচের শেষ মুহূর্তে ক্রিস্টাল প্যালেসের সমতাসূচক গোলের পর শঙ্কায় পড়েছিল গানার্সরা। মঙ্গলবার রাতে নির্ধারিত সময়ের ৮০ মিনিটে প্যালেস ডিফেন্ডার ম্যাক্সেন্স লাক্রোয়ার আত্মঘাতি গোলে এগিয়ে যায় আর্সেনাল। তবে যোগ করা সময়ে মার্ক গুয়েহির গোলে সমতা ফেরায় প্যালেস।
কাপ ম্যাচে এক্সট্রা টাইম না থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। দুই দল মিলিয়ে প্রথম ১৫ শটের সবকটিই পৌঁছে যায় জালে। টাইব্রেকারের ষোড়শ শটটি নেন মাক্সোস লাক্রোয়া। দলের হয়ে আত্মঘাতি গোলটি হজম করায় এমনিতেই চাপে ছিলেন তিনি। আর তার নেওয়া শট ঠেকিয়েই নায়ক বনে যান কেপা। শেষ পর্যন্ত ৮–৭ ব্যবধানে জয় পায় প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল।
ম্যাচ শেষে ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে কেপা বলেন, ‘মানসিকভাবে খুব শক্ত থাকতে হয়। শেষ মিনিটে গোল হজম করার পরই পেনাল্টিতে যেতে হলে শতভাগ মনোযোগ ধরে রাখা জরুরি। তখন শুধু নিজের কাজটাই করতে হয়—পেনাল্টি ঠেকানো।’ তিনি আরো বলেন, ‘ওটা (শেষ মুহূর্তে গোল হজম) ছিল মানসিকতায় বড় এক পরিবর্তন।
আর সেটাই কাজ করেছে। সতীর্থদের কৃতিত্ব দিতেই হবে। তারা অসাধারণ পেনাল্টি নিয়েছে। তারাই আমাদের ম্যাচে টিকিয়ে রেখেছে এবং আমাকে একটা সুযোগ করে দিয়েছে।’ এই জয়ের ফলে লিগ কাপের সেমিফাইনালে উঠেছে আর্সেনাল। আর সেখানে তাদের প্রতিপক্ষ লন্ডনের আরেক ক্লাব চেলসি।
কিউএনবি / মহন / ২৪ ডিসেম্বর ২০২৫,/ সকাল ১১:৩৪