ডেস্কনিউজঃ আট মাস ধরে চলা ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে তীব্র উত্তেজনার মধ্যে ভ্লাদিমির পুতিন রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীর এক বার্ষিক পরমাণু মহড়া পর্যবেক্ষণ করেছেন।
ক্রেমলিন জানিয়েছে, এই মহড়ার সময় দূরপ্রাচ্য এবং আর্কটিক অঞ্চলে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রকে এই মহড়ার ব্যাপারে রাশিয়া আগে-ভাগেই জানিয়েছিল দুই দেশের মধ্যে সম্পাদিত এক চুক্তির অধীনে।
রাশিয়া ক্রমাগত অভিযোগ করে যাচ্ছে যে ইউক্রেন একটি ‘ডার্টি বোমা’ ব্যবহারের ষড়যন্ত্র করে যাচ্ছে, যদিও এর পক্ষে কোনো প্রমাণ তারা দেয়নি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাশিয়া এরকম একটি মহড়া চালালো।
‘ডার্টি বোমা’ বলতে বোঝানো হয় তেজস্ক্রিয় পদার্থ মিশ্রিত কোনো বোমা। তবে রাশিয়ার এই অভিযোগ বেশিরভাগ পশ্চিমা দেশ ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।
অন্যদিকে ইউক্রেন অভিযোগ করছে, রাশিয়ার এই দাবি থেকে এমন ইঙ্গিত পাওয়া যায় যে তারাই হয়তো এরকম একটি হামলার প্রস্তুতি নিচ্ছে।
রাশিয়ার এই মহড়ার আগে ওয়াশিংটনের কর্মকর্তারা জানিয়েছিলেন, এটির ব্যাপারে যে মস্কো আগেই তাদের সতর্ক করেছে, তাতে বোঝা যায় রাশিয়া চুক্তিটি মেনে চলার ব্যাপারে এখনো অঙ্গীকারবদ্ধ।
এদিকে ন্যাটো সামরিক জোটও উত্তর-পশ্চিম ইউরোপে তাদের নিজস্ব মহড়া চালাচ্ছে যার নাম দেয়া হয়েছে ‘স্টেড-ফাস্ট নুন।’ এই পশ্চিমা প্রতিরক্ষা জোট বলেছে, রোববার পর্যন্ত বেলজিয়াম, যুক্তরাজ্য এবং উত্তর সাগরে এই মহড়ায় ১৪টি দেশ অংশগ্রহণ করছে।
রাশিয়া তাদের মহড়া চালালো এমন এক সময় যখন দক্ষিণ এবং পূর্ব ইউক্রেনের লড়াইয়ে তারা বেশ বিপাকে পড়েছে।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু রুশ টেলিভিশনে বলেছেন, এই মহড়ার উদ্দেশ্যে হচ্ছে শত্রুপক্ষের পরমাণু হামলার বিরুদ্ধে যেন পাল্টা ব্যাপক পরমাণু হামলা চালানো যায়, সেজন্যে সামরিক কমান্ডকে অনুশীলনের মাধ্যমে প্রস্তুত রাখা।
মহড়ার সময় মস্কোর প্রায় আট শ’ কিলোমিটার উত্তরের প্লেসেটস্ক কসমড্রোম থেকে একটি আন্ত-মহাদেশীয় ইয়ার্স ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। অন্যদিকে রাশিয়ার দূরপ্রাচ্যের কামাচাটকা প্রদেশের দুর্গম এলাকা কুরা থেকে ছোঁড়া হয় একটি সাইনেভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মস্কো জানিয়েছে, সব ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যে গিয়ে পড়েছে।
রাশিয়ার টেলিভিশনে দেখানো হয়, প্রেসিডেন্ট পুতিন একটি ভিডিও লিংকের মাধ্যমে এই মহড়া পর্যবেক্ষণ করছেন। টেলিভিশনে তার কিছু মন্তব্যও প্রচার করা হয়, যেখানে তিনি ইন্টেলিজেন্স সার্ভিসের সাথে কথা বলার সময় আবারো ইউক্রেনের বিরুদ্ধে ‘ডার্টি বোমা’ হামলার ষড়যন্ত্র করার অভিযোগ তুলছেন।
তিনি আরো কিছু অভিযোগেরও পুনরাবৃত্তি করেন। এর মধ্যে একটি হচ্ছে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক জীবাণু অস্ত্র পরীক্ষার জন্য ব্যবহার করছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বুধবার বলেন, আমার ব্যক্তিগত মত হচ্ছে পুতিন আসলে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না।
সূত্র : বিবিসি
কিউএনবি/বিপুল/২৭.১০.২০২২/সকাল ১১.৪৬