তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : দীর্ঘ প্রায় ৮ বছর পর নেত্রকোনার দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় মঙ্গলবার (২৫ অক্টোবর)। জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওইদিন কমিটি প্রকাশ না করলেও বুধবার সন্ধ্যায় সভাপতি ওসমান গণি তালুকদার ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এর নাম ঘোষনা করেন।
বুধবার কলমাকান্দা উপজেলা আ‘লীগের সম্মেলন শেষে এ কমিটি ঘোষনা করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজ কল্যান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং, এমপি মানু মজুমদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, নুর খান মিঠু ও প্রশান্ত কুমার রায়সহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:০৫