ডেস্কনিউজঃ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে হোবার্টে গত ২৪ অক্টোবর নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ দল। একই দিনে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েকে। সিডনিতে আগামীকাল (২৭ অক্টোবর) সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
আগের ম্যাচে পয়েন্ট হারিয়ে ফেলায় টাইগারদের বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ প্রোটিয়াদের জন্য। এ কারণেই টেম্বা বাভুমার দল বেশ চাপে থাকবে। আর এই সুযোগটাই কাজে লাগাতে চায় বাংলাদেশ দল।
বুধবার (২৬ অক্টোবর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান এমন কথায় জানিয়েছেন। সিডনিতে দল জেতার জন্যই খেলবেন বলে জানিয়েছেন তিনি।
সাকিব বলেন, আমরা ম্যাচটা খেলতে নামব জেতার জন্য। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, দক্ষিণ আফ্রিকার জন্যও। প্রথম ম্যাচে ওদের দুই পয়েন্ট পাওয়ার প্রত্যাশা ছিল, কিন্তু পায়নি। তো ওদের জন্য অনেকটা বাঁচা-মরার লড়াই, একটু হলেও চাপ থাকবে। সেখানে আমরা ম্যাচ জিতে এসেছি।
টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অতীত পরিসংখ্যান খুব একটা সুখকর নয় বাংলাদেশের জন্য। আগের সাতবারের মোকাবিলায় প্রোটিয়াদের একবারও হারাতে পারেনি বাংলাদেশ। তারপরও ডি কক, ডেভিড মিলারদের হারিয়ে বিশ্বকাপে সেমিতে খেলার পথ সুগম করার আশা টাইগার কাপ্তানের মুখে।
সাকিবের ভাষায়, অবশ্যই (সেমিতে যাওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়) খুবই গুরুত্বপূর্ণ। এখন এমন একটা ম্যাচ, আমরা যদি জিতে যাই, যেটা বললাম যে আমাদের এমন কিছু করার সামর্থ্য আছে সেটা প্রমাণ করার কাছাকাছি চলে যাব। তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে জয় পেলে সেমিফাইনালের পথ সুগম হবে বাংলাদেশের জন্য। এজন্য দল হিসেবে জ্বলে ওঠার অপেক্ষায় সাকিব বাহিনী।
কিউএনবি/বিপুল/২৬.১০.২০২২/ রাত ৯.০৭