ডেস্ক নিউজ : নিবন্ধন হারিয়ে নির্বাচনে অযোগ্য জামায়াতে ইসলামী-সংশ্লিষ্ট একটি অংশ নতুন নামে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছে। নাম দিয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-বিডিপি।এর আগে জামায়াত থেকে বেরিয়ে আসা একটি অংশ এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি) নামে দল গঠন করে নিবন্ধনের আবেদন করে রেখেছে ইসিতে।
জানা গেছে, বিডিপির চেয়ারম্যানের বাড়ি ময়মনসিংহে। এক সময় তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে জামায়াতে যোগ দেন। তাকে ২০১৯ সালে মার্চে নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনের সময়ও জামায়াত নেতাদের সঙ্গে দেখা গেছে। আর সেক্রেটারি জেনারেল ছাত্রশিবিরের সাবেক বিদেশবিষয়ক সম্পাদক ও বর্তমানে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদের সদস্য।
নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন থাকতে হয়। জামায়াতের নিবন্ধন শুরুতে থাকলেও তাদের গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে আদালতের রায়ের পর দলটির নিবন্ধন বাতিল করে ইসি।
এদিকে জামায়াত থেকে বেরিয়ে কয়েকজন নেতা কয়েক বছর আগে এবি পার্টি নামে দল গঠন করেন। আগামী নির্বাচনে অংশ নিতে তারা কিছু দিন আগে ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করে। এখন নিবন্ধন পেতে আবেদন করল বিডিপি।
ইসিতে আবেদন শেষে বের হলে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বিডিপি সভাপতি আনোয়ারুল ইসলাম। এ সময় জামায়াতের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করছেন কি না- এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান বিডিপি সভাপতি। বলেন, ‘আমরা পরিষ্কার করব। আমরা নতুন দল। নতুন প্রজন্মের আমার সঙ্গে যারা আছেন, বিভিন্নভাবে তাদেরকে আমরা সংগ্রহ করেছি। তাদের নিয়ে আমরা কাজ করেছি।অন্য কোনো দলের লেজুড়বৃত্তি বা কোনো সহযোগিতা ফিল করি না।’
ফের একই প্রশ্ন করা হলে একপর্যায়ে আনোয়ারুল ইসালম দাবি করেন, জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক নেই। তিনি বলেন, দেশের সংবিধান মেনে আমরা রাজনীতিতে এসেছি। দেশের সংবিধানের প্রতিটি শব্দ আমরা সম্মান করি এবং সেটা লালন করেই রাজনীতি করি। সংবিধানের বাইরে কোনো কিছুতেই যেতে আমরা রাজি নই। মুক্তিযুদ্ধের পরে জন্ম নেওয়া ব্যক্তিদের নিয়ে দল গঠন করা হয়েছে। আমরা ডিটেইলস বলব। আমরা সম্পূর্ণ একটি দল, (জামায়াতের সঙ্গে) সম্পৃক্ততা নেই।
উল্লেখ্য, এবি পার্টি ১৭ অক্টোবর নিবন্ধনের আবেদন করেছে ইসিতে। দলটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামী থেকে পদত্যাগকারী সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী।আর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জু হলেন দলটির সদস্য সচিব।
কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৩