স্পোর্টস ডেস্ক : গতকাল মৌসুমের প্রথম হারের স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। দলের সেরা তিন তারকাকে ছাড়া লেইপজিগের বিপক্ষে ধুঁকতে হয়েছে রিয়ালকে। রক্ষণভাগের ব্যর্থতা এবং আক্রমণেও বিবর্ণ ছিল স্প্যানিশ ক্লাবটি। তবে এই ম্যাচ থেকেও ইতিবাচক দিক খুঁজে নিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি।
চ্যাম্পিয়নস লিগে ‘এফ’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার লেইপজিগের কাছে ৩-২ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। চোটের কারণে এ ম্যাচে ছিলেন না করিম বেনজিমা ও ফেদে ভালভার্দে। ম্যাচের এক দিন আগে স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নেওয়া হয় লুকা মডরিচের নাম। তিন তারকা ছাড়া রিয়ালকে পেয়ে শুরু থেকেই চেপে ধরে স্বাগতিক লেইপজিগ। প্রথমার্ধে দুই গোল হজমের পর দ্বিতীয়ার্ধে আরো একটি গোল খেয়ে বসে রিয়াল। যদিও দুই গোল শোধ দিয়ে শুধু ব্যবধানই কমিয়েছে চ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে আনচেলোত্তি বলেছেন, ‘আমরা হেরেছি, এটা হতাশাজনক। কারণ আমরা জিততে চেয়েছিলাম। কিন্তু এখনো আমাদের গ্রুপের সেরা হওয়ার সুযোগ আছে। অনেক সময় টানা দশটি জয়ের চেয়ে একটি হার থেকে বেশি শিক্ষা নেওয়া যায়। ’পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। দুয়ে থাকা লেইপজিগের পয়েন্ট ৯। শাখতার দোনেৎস্কের পয়েন্ট ৬, তারা আছে তিন নম্বর স্থানে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে শেষ রাউন্ডে রিয়ালের জিততেই হবে। তাদের প্রতিপক্ষ সেল্টিক।
কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০