রানীশংকৈলে জাতীয় শ্রমিক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি ।
Update Time :
সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
১৬১
Time View
রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাতীয় শ্রমিক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিক লীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও সাবেক সাংসদ সদস্য (সংরক্ষিত) সেলিনা জাহান লিটা ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, ভাইস-চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়াও সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি খায়রুল ইসলাম, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবলীগ নেতা নওরোজ কাউসার মেনন । প্রথম অধিবেশন শেষ করে দ্বিতীয় অধিবেশনে আগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন জেলা শ্রমিক লীগ। পরে আওয়ামী লীগের সিদ্ধান্ত মতে উপজেলা ও পৌর কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৫