শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : আগামী ২০ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেট জেলা ও মহানগর মহিলা দলের সাথে জেলা ও মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে ভাতালিয়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী ২০ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিভাগীয় সমাবেশ সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পাড়া-মহল্লায় বিএনপি নেতাকর্মী নিয়ে বিভাগীয় সমাবেশ সফল করতে সকলকে আহ্বান জানান। বক্তার আরো বলেন, দুঃশাসনে দেশের মানুষ আজ অতিষ্ঠ। সরকারি দলের সীমাহীন লুটপাটের ফলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বারবার বাড়ানো হচ্ছে। জনগণের প্রতিবাদ কর্মসূচিতে নির্বিচার গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। সরকারের সময় আর বেশি বাকি নেই। সব অপকর্মের বিচার দেশের মাটিতেই হবে।
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি সামিয়া চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রোকসানা বেগম শাহানাজ, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেজী, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, সাবেক কাউন্সিলার রুহেনা খানম মুক্তা, ফাতেমা জামান রুজী, নাজমা বেগম, ফেরদৌসি বেগম, শাফিয়া খাতুন মনি, রিনা আক্তার, বিলকিছ জাহান চৌধুরী প্রমুখ।
কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪২