বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার হাট মাধবপুরে মেসার্স মহসিন চৌধুরী এলপিজি অটো গ্যাস ফিলিং ষ্টেশনের শুভ উদ্বোধন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
গতকাল ২০ আক্টোবর বৃহস্পতিবার বিকালে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ৪ নং আটগাঁও ইউনিয়নের হাট মাধবপুর বাজারে এই এলপিজি অটো গ্যাস ফিলিং ষ্টেশনের শুভ উদ্বোধন উপলক্ষে এক সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহিসন চৌধুরী এলপিজি অটো গ্যাস ফিলিং ষ্টেশনের শুভ উদ্বোধন ও সুধি সমাবেশে বক্তব্য রাখেন করেন।
স্বাগত বক্তব্য রাখেন ফিলিং ষ্টেশনের সত্বাধিকারী ৪নং আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরন নবী চৌধুরী জামান। এসময় উপজেলা আওয়ামী লীগের সভপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, বাংলাদেশ এলপিজি অটো গ্যাস ষ্টেশন এন্ড কনভারশন ওয়ার্কশপ অরর্নাস এসোসিয়েশনের সভাপতি মোঃ সেরাজুল মাওলা।
কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৪