আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছাইফুল আলম জানান, বিশেষ চাহিদা সম্পন্ন ৩ জন শিক্ষার্থীদের ৩টি হুইল চেয়ার, ৪ জন শিক্ষার্থীদের ৪টি শ্রবণ যন্ত্র ও ৬ জন শিক্ষার্থীদের মাঝে চশমা কেনার জন্য নগদ টাকা প্রদান করা হয়।
গত ২০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা শিক্ষ অফিসে শিক্ষার্থীদের মাঝে এ সকল উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মজিবর রহমান মজনু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলাম, শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছাইফুল আলম, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ওবায়দুর রহমান, মোর্শেদা আক্তার ,মমতাজ বেগম, মোঃ মমিনুল হক, উম্মে মালিহা মমতাজ,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল মতীন, সাধারণ সম্পাদক ছায়েদুর রহমান প্রমুখ।
কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩০