ডেস্কনিউজঃ ইউক্রেন হামলা শুরুর আগে খেরসন থেকে হাজার হাজার বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে রাশিয়া। এমনটাই জানিয়েছে খেরসনে রাশিয়ার নিয়োগকৃত কর্মকর্তা ভ্লাদিমির সালদো।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভ্লাদিমির সালদো বলেছেন, দিনিপ্রো নদীর পশ্চিম তীরের চারটি শহর থেকে ৫০ থেকে ৬০ হাজার সাধারণ মানুষকে ধীরে ধীরে সরিয়ে নেওয়া হবে। তাছাড়া রাশিয়ার সকল কর্মকর্তাও নদী পার হয়ে যাবেন।
সোমবার স্থানীয় সময় রাতে ইউক্রেনে নিযুক্ত রাশিয়ার নতুন কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন রাশিয়ার একটি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে বলেন, খেরসনে উত্তেজনাকর পরিস্থিতি চলছে।
রাশিয়ার গণমাধ্যমগুলোতে দেখানো হয়েছে অনেক মানুষ দিনিপ্রোর কাছে জড়ো হয়েছেন। তারা নৌকার জন্য লাইনে দাঁড়িয়েছেন। তবে এটি নিশ্চিত নয় কতজন নদী পার হচ্ছেন। দখলকৃত কোনো অঞ্চল থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার বিষয়টি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়।
খেরসনের রুশ কর্মকর্তা ভ্লাদিমির সালদো রাশিয়ান টিভিকে বলেছেন, কেউ আত্মসমর্পণ করবে না। কিন্তু সামরিক অভিযানের মধ্যে পরার জন্য বেসামরিক লোকদের শহরটিতে থাকা অবাঞ্ছনীয়।
কিউএনবি/বিপুল/১৯.১০.২০২২/সন্ধ্যা ৬.৫৭