তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘শেখ রাসেল নির্মলতার প্রতিক, দুরন্ত প্রানবন্ত নির্ভিক’’এ প্রতিবাদ্য নিয়ে সারা দেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ রাসেল‘র প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, শিক্ষা অফিসার আবু তাহের ভুইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী আজগর, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, উপজেলা ভাইসচেয়ারম্যান পারভীন আক্তার, প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর প্রমুখ।
আলোচনা শেষে শেখ রাসেল দিবসকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত চিত্রাংকন, বিজ্ঞান ভিত্তিক কুইজ, উপস্থিত বত্তৃতা সহ নানা প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের পুরস্কার বিতরণ ও উপজেলা শিল্পকলা একাডেমি এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। আলোচনা সভায় ইউএনও রাজীব-উল-আহসান বলেন, নতুন প্রজন্মের শিশুদের কে দেশের মুক্তিযুদ্ধ সহ জাতীর পিতা বঙ্গবন্ধু ও তার পরিবার সম্পর্কে জানতে উপজেলা প্রশাসন নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছে। দেশের প্রতি ভালোবাসা জাগাতে ও বিশ্বকে জানতে উপহার হিসেবে তাদের হাতে তুলে দেয়া হচ্ছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শীর্ষক নানা ধরনের বই। এসকল কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান। অপরদিকে এ দিবসকে কেন্দ্র করে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, দুর্গাপুর পৌরসভা, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ নানা কর্মসুচীর মাধ্যমে শেখ রাসেল দিবস পালন করেছেন।
কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২০