আলি হায়দার (রুমান) ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাটে শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচী পালন করা হয়। ১৮ অক্টোবর মঙ্গলবার সকাল ৮টার দিকে শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।
পরে বর্ণাঢ্য র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, কুষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ বাহাবুব হাসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, গোহালবাড়ী ইউপি চেয়রম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার, শিক্ষা কর্মকর্তা এসএম মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান, বিএমডিএর উচ্চতর উপসহকারী প্রকৌশলী একে এম মঈনসহ অন্যরা।
পরে সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর পর শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনায় সকল মসজিদে বাদ যোহর বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও অন্যান্য কর্মসূচী ছিলো তালিকায়। এদিকে দিবস পালন করেছে ভোলাহাট আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠন।
কিউএনবি/অনিমা/ ১৮.১০.২০২২/দুপুর ২.৪৮