চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে মিরপুর গোল চত্বরে মানববন্ধন
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
Update Time :
সোমবার, ১০ অক্টোবর, ২০২২
১০১
Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : সকল সরকারী ও বেসরকারী চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছর করার দাবিতে আজ ১০ অক্টোবর (২০২২) সোমবার সকাল ১১ টায় “চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশি যুব প্রজন্ম”এর নেতাকর্মীরা মিরপুর- ১০ গোল চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।এতে প্রায় চার শতাদিক চাকরি প্রত্যাশি যুবক অংশ গ্রহণ করে।মানববন্ধনের এক পর্যায়ে তারা মিরপুর -১০ গোল চত্ত্বর এলাকা ঘন্টা অবরোধ করে বিভিন্ন গ্লোগান দিতে থাকে। ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই, “ব্যাকডেটের প্রহসন মানিনা, মানবো না”, “৩৫ মোদের ঠিকানা, ৩৫ ছাড়া যাবো না” ইত্যাদি শ্লোগান দিয়ে নেতাকর্মীরা মাতিয়ে রাখেন রাজপথ।
মানববন্ধনে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফ,কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র জহিরুল রনি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তানভীর আহমেদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিকসন,ইসলামি বিশ্বাবিদ্যালয়ের নাজমুল হাসান,গাজীপুরের গোলাম মর্তুজা প্রমুখ। চাকরিতে ৩৫ প্রত্যাশি যুব প্রজন্মের সমন্বয়ক আসিফ মিনহাজ সেতু বলেন , ” ৮ অক্টোবর থেকে ১৬ ই অক্টোবর পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎকারের চেষ্টা চালিয়ে যাবো। সাক্ষাৎ না পেলে পরবর্তী সময়ে আমাদের কর্মসূচি ঘোষণা করবো।
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছর করতে হবে। কোভিড পরিস্থিতির কারণে সবাই দুই বছর লস খেয়েছে।তাই সরকারী চাকুরীতে যোগদানের বয়স বৃদ্ধির এখনই সময়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৩৯ মাস যে ব্যাকডেট দিয়েছে, তা প্রহসন মূলক এবং বৈষ্যমূলক।
কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৪