শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের শূন্য পদে আগামী ২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক প্রায় আটজন মনোনয়ন প্রত্যাশী হয়ে নির্বাচনী মাঠে কাজ করছেন। ওই পদে আওয়ামী লীগের প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ। মনোনয়ন পাওয়ার আশায় প্রার্থীরা সব ঢাকায় অবস্থান করছেন।
নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক তফসির উদ্দিন খান ১৩ জুলাই মারা যান। তার শূন্য পদে আগামী ২ নভেম্বর উ- নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা- ২ উপ সচবি মো. আতিয়ার রহমান নির্বাচনের তারিখ ঘোষণা করেন। চেয়ারম্যান পদে শূন্য আসনে উপ- নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া বিএনপি, জাতীয় পাটি ও অন্য কোন দল থেকে প্রার্থী হওয়ার কথা শুনা যাচ্ছে না।
নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়েছেন নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, সদর উপজেলার মেদনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান নোমান, জেলা আওয়ামী লীগের সদস্য নারী নেত্রী ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মজিবুল আলম হীরা, জেলা আওয়ামী লীগের সদস্য আবুল মনসুর আহমেদ, বাংলাদেশ মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা সামছুন্নাহার বিউটি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মরহুম তফসির উদ্দিন খানের ছেলে মারুফ হাসান খান অভ্র। মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনের তারিখ ঘোষণার আগে থেকেই মাঠে কাজ করছেন, মানুষের কাছে দোয়া চাইছেন। দলীয় মনোনয়ন পাওয়ার আশায় দলীয় হাই কমান্ডে চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই প্রায় সকলেই ঢাকায় অবস্থান করছেন।
নেত্রকোনা জেলা স্বোচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র বলেন, আমার বাবা সাধারণ মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। আমিও তার মত মানুষের কল্যাণে কাজ করতে চাই। এলাকার সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। আশা করছি হাই কমান্ড বিষয়টি বিবেচনা করে আমাকে মনোনয়ন দেবে। নেত্রকোনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মজিবুল আলম হীরা বলেন, ছাত্র জীবন থেকেই মানুষের পাশে থেকে সমাজের উন্নয়নে কাজ করছি। নিজের জন্য তেমন কিছু করতে পারিনি। আশা করি দলীয় হাই কমান্ড বিষয়টি বিবেচনা করে আমাকে মনোনয়ন দেবে এবং আমি চেয়ারম্যান হয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাব। বাংলাদেশ মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নারী নেত্রী সৈয়দা সামছুন্নাহার বিউটি বলেন, মানুষের অধিকার নিয়ে কাজ করি। সমাজের উন্নয়নে সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই আমার কাজ বলে মনি করি। আশা করি দল বিষয়টি বিবেচনায় নিয়ে আমাকে মনোনয়ন দেবে।
নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আতাউর রহমান মানিক বলেন, দলের হয়ে কাজ করে যাচ্ছি। বিগত সময়ে এলাকার মানুষের সেবা করেছি, আগামী দিনেও করব, এই প্রত্যাশা নিয়ে নির্বাচনী মাঠে নেমেছে। আশা করি দল আমাকে মনোনয়ন দেবে। নেত্রকোনা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে শূন্য আসনে উপ নির্বাচন আগামী ২ নভেম্বর। তপসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর, বাছাই ১০ অক্টোবর, আপিল ১১ থেকে ১৩ অক্টোবর, আপিল নিস্পত্তি ১৪ থেকে ১৬ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর। নেত্রকোনা জেলা নির্বাচন অফিসার মো. আবদুল লতিফ শেখ বলেন, সদর উপজেলা চেয়ারম্যান পদে শূন্য আসনে উপ- নির্বাচন আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩