শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : যুক্তরাজ্যে সফররত সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সিসিক নগর উন্নয়ন পরিকল্পনা কমিটির সভাপতি, সিসিক ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খাঁনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে রচডেল বারা কাউন্সিল ভবনে বৃটেনের রচডেল বারা কাউন্সিলের মেয়র সাঈদ আলী আহমদের পক্ষ থেকে বারা কাউন্সিলের কাউন্সির বৃন্দ ও রচডের বাঙ্গালী কমিনিউটির নেতৃবৃন্দে উপস্থিতিতে তাকে এ সম্মাননা জানানো হয়।
সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য কমিনিউটি নেতা এমবিই আব্দুল মছব্বির, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, সহ-সভাপতি মোঃ আহবাব মিয়া, চ্যানেল এস ইউকের সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক এম কামরুল আই রাসেল, হিথরো স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম আলী, লেভার পার্টির রচডেল বারার সদস্য আহমেদ হোসেন লিক্সন, রচডেলের বিশিষ্ট ব্যবসায়ি ফরহাদ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি
কিউএনবি/অনিমা/২৭.০৯.২০২২/দুপুর ১.৪৭