আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক হামলা চালানোর যে হুমকি দিয়েছেন সেটি ‘সত্যি হতে পারে’, পারমাণবিক হামলা নিয়ে পুতিন ফাঁকা বুলি আওড়াচ্ছেন না। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিবিএসকে পারমাণবিক হামলা ও পুতিনের হুমকি নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন জেলেনস্কি। রোববার এ সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।
পুতিনের পারমাণবিক হামলার ব্যাপারে গণমাধ্যমটিকে জেলেনস্কি বলেন, সম্ভবত গতকাল এটি ছিল একটি ‘ফাঁকা বুলি’। কিন্তু এখন ‘এটি সত্যি’ হতে পারে। আমি মনে করি না সে ফাঁকা বুলি আওড়াচ্ছে। গত বুধবার জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি জানান, ইউক্রেনে যুদ্ধ করতে সেনা জড়ো করার ডিক্রি জারি করেছেন তিনি।
সেই ভাষণেই পুতিন হুমকি দেন, যদি রাশিয়াকে পারমাণবিক অস্ত্র দিয়ে ব্ল্যাকমেইল করা হয়, তাহলে যারা ব্ল্যাকমেইল করছে বাতাস ঘুরে গিয়ে সেটি তাদের দিকেই যেতে পারে।
সূত্র: সিএনএন
কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:১৮