জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসার সময় খাগড়াছড়ি থানাধীন ৩নং পৌর ওয়ার্ডের নারিকেল বাগানস্থ এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ এর সামনে ফুটপাতের পাকা রাস্তার উপর তল্লাশী করে ভারতীয় বিভিন্ন কাপড় সহ দুই জনকে গ্রেপ্তার করেছেন সদর থানা পুলিশ রোববার (২৫সেপ্টেম্বর ২০২২ইং) বিকেল পৌনে তিনটার দিকে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমানের নির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ি সদর থানার উপ-পরির্দশক (এসআই) মোঃ মামুন হোসেন,উপ-পরির্দশক (এসআই) সালেহ উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি থানাধীন ৩নং পৌর ওয়ার্ডের নারিকেল বাগানস্থ এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ এর সামনে ফুটপাতের পাকা রাস্তার উপর থেকে আসামী- টেনিম চাকমা(৩৩), দেবল প্রিয় চাকমা(৪২) ২জনকে ভারতীয় বিভিন্ন অবৈধ কাপড় সহ গ্রেপ্তার করা হয়।
আটকৃতরা হলেন, টেনিম চাকমা(৩৩), খাগড়াছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের খবংপুড়িয়া গ্রামের বিমল কান্তি চাকমার ছেলে দেবল প্রিয় চাকমা(৪২) পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের ১নং ওয়ার্ড অমেরেন্দ্র পাড়া, এলাকার টিনাময় চাকমার ছেলে।আটককৃত ৭৯৫ পিস ভারতীয় ব্লাউজ মূল্য- ৭৯৫*৫০০= ৩,৯৭,৫০০/- টাকা ৫০০ পিস ওড়না মূল্য- ৫০০*৪০০=২,০০,০০০/- টাকা ৬৫ সেট ভারতীয় পাঞ্জাবি ও পায়জমা মূল্য ২০০০+৬৫=১,৩০,০০০ টাকা ১৮ পিস শেরওয়ানি মূ্ল্য-৫০০০*১৮= ৯০,০০০/- টাকা সর্বমোট- ৮,১৭,৫০০/-(আট লক্ষ সতেরো হাজার পাঁচশত)টাকা।খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমান জানান, সরকারি কর ফাঁকি দিয়ে আমদানি করার অপরাধে গ্রেপ্তার করা হয় তাদেরকে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বিধি মোতাবেক প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
কিউএনবি/অনিমা/ ২৬.০৯.২০২২/দুপুর ১২.২২