বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষদিনেচেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীরা জেলা রিটানিং কর্মকর্তার কার্য্যালয়ে এসে সেচ্ছায় নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।আজ রোববার দুপুরে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রিটানিং কর্মকর্তার কার্য্যালয়ে এসে নিজের প্রার্থীতা প্রত্যাহার করেনেন জাতিয় পার্টির প্রার্থী মো:আবুল কালাম আজাদ। এসময় তিনি চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীতপ্রার্থী আল মামুন সরকারকে সমর্থন জানান। এসময় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দলীয় প্রার্থী আলমামুন সরকার রিটানিং কর্মকর্তার কার্য্যালয়ে উপস্থিত ছিলেন। পরে তারা একে অপরের সাথে শুভেচ্ছা এবং কৌশল বিনিময় করেন। বর্তমানে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদন্ধিতা করবেন। প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার এবং সতন্ত্র প্রার্থী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মো: শফিকুল আলম এমএসসি।
এদিকে মনোনয়র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান প্রার্থী ছাড়াও কয়েকজন সদস্য প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করতে দেখাযায়। এসময় প্রত্যাহারকৃত জানান, এলাকা সার্বিক পরিবেশ এবং নিজ দলীয় প্রার্থীদের সমর্থন জানীয়ে তারা তাদের প্রার্থীতা প্রত্যাহার করেনেন তারা।কসবা ৭নং ওয়ার্ডের সদস্য প্রার্থী হেলাল উদ্দিন বলেন, আমাদের কসবা আখাউড়ার অভিভাবক আইনমন্ত্রী এড. আনিসুল হক যেহেতু উপজেলা যুবলীগের সভাপতি এমে আজিজকে সর্মথন করেছেন। সে জন্য আমিও তাকে সর্মথন করে আমরা সদস্য পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি।
এদিকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে জাতিয় পার্টির প্রার্থী মো: আবুল কালাম আজাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানার্থে এবং নবীনগর-৫ আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল এর সম্মানার্থে আমি আমার মনোনয়ন প্রত্যাহার করেছি। আমি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আল মামুন সরকারকে আমার ব্যক্তিগত পক্ষথেকে সমর্থন জানাচ্ছি। আগামীদিনে আমরা একসাথে কাজ করেযাব।পরে জেলা রিটানিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো: শাহগীর আলম সাংবাদিকদের জানান,“ অবাধ সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। যারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল (২৬ সেপ্টেম্বর) প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে মোট ১৩৯৪ জন ভোটার ৯টি ভোট কেন্দ্রে ইভিএম মেশিনে ভোট প্রদান করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন।
কিউএনবি/অনিমা/ ২৬.০৯.২০২২/সকাল ৯.৫২