ডেস্কনিউজঃ অধিকৃত খেরসনের একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলায় সাবেক সংসদ সদস্যসহ দু‘জনকে হত্যার জন্য ক্রেমলিনপন্থী ইউক্রেন বাহিনীকে দায়ী করছে।
একজন আঞ্চলিক কর্মকর্তা বলছেন, রুশপন্থী সাবেক ইউক্রেনের আইন প্রণেতা ওলেক্সি ঝুরাভকো এ হামলায় নিহত হন।
কিরিল স্ট্রেমাসভ এক বিবৃতিতে বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী রোববার রিবাসের প্লে হোটেলে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ।
রুশ প্রশাসন টেলিগ্রামে একটি পোস্টের মাধ্যমে জানায়, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। আরো জানায়, হোটেলটি সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি।
বিবৃতিতে আরো বলা হয়, প্রথামিকভাবে এ হামলায় দু’জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, কর্তৃপক্ষ জানিয়েছে- ক্ষেপণাস্ত্র হামলার সময় রুশ মিডিয়ার সাংবাদিকরা ওই হোটেলে ছিলেন। যদিও দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
ওই অঞ্চলের আইন প্রয়োগকারী সংস্থার একজন প্রতিনিধিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাস বলছে, স্পষ্টত এই হামলা ন্যাটোর প্রতিনিধির সহায়তায়, তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী এবং তাদের পরামর্শে করা হয়েছে।
উদ্ধারকর্মীরা দক্ষিণ ইউক্রেনীয় শহরের কেন্দ্রে অবস্থিত হোটেলটিতে ক্ষতিগ্রস্তদের সন্ধানে ধ্বংসস্তুপে অভিযান চালাচ্ছে বলে জানায়।
খেরসনে হামলাটি এমন সময় হয় যখন, আক্রমণের পর মস্কোর নিয়ন্ত্রণে আসা প্রথম স্থানগুলোর মধ্যে একটি খেরসন, একটা গণভোটে অংশ নিচ্ছে। যেখানে সাধারণ মানুষ জিজ্ঞেস করছে তারা রাশিয়ায় যোগ দিতে চায় কিনা। খেরসনের পাশাপাশি, লুহানস্ক, ডোনেটস্ক এবং জাপোরিঝিয়াতেও জনগন শুক্রবার থেকে তাদের ভোট দিচ্ছেন এবং মঙ্গলবার ভোট শেষ হওয়ার কথা।
সূত্র : বিবিসি
কিউএনবি/ বিপুল/ ২৫.০৯.২০২২/রাত ১১.৫৭