আন্তর্জাতিক ডেস্ক : বক্তৃতা দিয়ে মঞ্চ ছাড়ছিলেন জো বাইডেন। কিন্তু নামার আগে হঠাৎ থেমে গেলেন, কী করবেন তা যেন বুঝে উঠতে পারছিলেন না। মঞ্চে দাঁড়ানো বাইডেনের চোখে মুখে বিভ্রান্ত এক ভাব। যদিও তা কয়েক সেকেন্ডের জন্য। ৭৯ বছর বয়সী বাইডেনের এমন ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়েছে। অনেকেই বাইডেনের এমন ঘটনায় বিস্মিত হয়েছেন। ভিডিওটি ২০ লাখের বেশি বার দেখা হয়েছে।
বুধবার নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে। এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়তে তহবিল সংগ্রহে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরইমধ্যে ১৪.২৫ বিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছে।
বাইডেন তার ভাষণে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অবদানের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘যা গুরুত্বপূর্ণ তার জন্য লড়াইয়ে অংশ নেওয়ায় ধন্যবাদ। এ উদ্যোগ নেওয়া হয়েছে মানুষের জীবন বাঁচাতে – এখানে কোন সন্দেহ নেই – সব সম্প্রদায় যেন সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে, মর্যাদার সাথে বাঁচতে পারে। আসুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলি মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করি এবং প্রগতির পথে অগ্রসর হই- এটাই মানুষের কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের অনেক কিছু করার আছে, তাই আসুন আমরা কাজ করি’।
কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:২২