জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ মুসলিম পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ জাহেদুল ইসলাম (২২) জাহিদুল এর বসতঘর থেকে গ্রেপ্তার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর ২০২২ইং)রাত ১১টার দিকে মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক (এসআই) মো:সাদ্দাম হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ০৯নং ওয়ার্ড দক্ষিণ মুসলিম পাড়াস্হ ওয়ারেন্টভুক্ত আসামি জাহেদুল ইসলাম প্রকাশ জাহিদুল (২২) কে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।
খাগড়াছড়ি আদালতে তার বিরুদ্ধে জি আর মামলা নং ৭৫/২২, ধারাঃ সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ সংক্রান্তে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ জাহেদুল ইসলাম প্রকাশ জাহিদুল(২২) গ্রেপ্তারকৃত আসামি জাহেদুল ইসলাম প্রকাশ জাহিদুল(২২) মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ মুসলিম পাড়া এলাকার মোঃ আঃ জব্বার প্রকাশ জব্বার ড্রাইভার এর ছেলে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী জানান গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক থানা হাজতে রাখা হয়েছে যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।
কিউএনবি/অনিমা/২০.০৯.২০২২/বিকাল ৩.৩৯