আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ফেব্রুয়ারিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা যেসব নিষেধাজ্ঞা জারি করেছে সেগুলো যদি চীন ভঙ্গ করে তাহলে এটি হবে ‘মারাত্মক ভুল।’
বাইডেন অবশ্য সঙ্গে বলেছেন, তিনি চীনের প্রেসিডেন্টকে কোনো ধরনের হুমকি দেননি। তিনি তাকে সতর্ক করে দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেছেন, চীনের কাছে রাশিয়া যেসব অস্ত্র চেয়েছে চীন সেগুলো এখনো দেয়নি। এদিকে বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের সঙ্গে চীনের যে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে তারা সেটি নষ্ট করার মতো কোনো পদক্ষেপ নিতে চায় না।
সূত্র: আল জাজিরা
কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৯