আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সোমবার তার মরদেহবহনকারী কফিনটি ওয়েস্টমিনিস্টার হল থেকে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে নিয়ে আসা হয়েছে। গত বুধবার থেকে ওয়েস্টমিনিস্টার হলে ছিল রানির মরদেহ। সেখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ তাকে শ্রদ্ধা জানান।
ওয়েস্টমিনিস্টার হল থেকে রানির কফিনের সঙ্গে রাজা তৃতীয় চার্লস, রানির অন্য তিন ছেলে-মেয়ে ও পরিবারের অন্য সদস্যরা। রাজকীয় কার্যক্রম শেষে রানিকে উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে চিরনিদ্রায় শায়িত করা হবে।
সূত্র: বিবিসি
কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৯