আন্তর্জাতিক ডেস্ক : প্রথম মাঙ্কিপক্স শনাক্তের ঘটনায় কঠোর অবস্থানে চীন। দেশটির শীর্ষ একজন স্বাস্থ্য কর্মকর্তা বিদেশিদের সঙ্গে শারীরিক যোগাযোগ (ত্বকের সাথে ত্বকের) না করতে স্থানীয়দের প্রতি নির্দেশনা দিয়েছেন। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবো-তে একটি পোস্টে চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর প্রধান মহামারী বিশেষজ্ঞ উ জুনিউ এ নির্দেশনা দিয়েছেন।
মহামারী বিশেষজ্ঞ উ জুনিউ শনিবার ওয়েইবোতে লিখেছেন, ‘সম্ভাব্য মাঙ্কিপক্স সংক্রমণ প্রতিরোধ করার জন্য এবং স্বাস্থ্যকর জীবনধারার অংশ হিসেবে বিদেশিদের স্পর্শ এড়িয়ে চলতে হবে’। এছাড়াও, গত তিন সপ্তাহে বিদেশ থেকে ফিরে আসা ভ্রমণকারী এবং অপরিচিতদের স্পর্শ এড়াতেও স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিং বিদেশ থেকে আগত একজন ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণ শনাক্ত করেছে। মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি বিদেশি নাকি চীনা নাগরিক তা জানা যায়নি।
কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৮